ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

repoter

প্রকাশিত: ১২:৩০:০২অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৩০:০২অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার ৮০০ জনে। আহতের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। রোববার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের বেইট ফুরিক গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে।

আল জাজিরার পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। চিকিৎসা সূত্রে জানা গেছে, উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি বিমান হামলায় তিনজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

আহতদের জরুরি চিকিৎসার জন্য আল-আহলি ব্যাপটিস্ট এবং কামাল আদওয়ান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইট লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র আর্টিলারি শেলিংয়ে পশ্চিম জাবালিয়ার কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া গাজার শহরে এক ধ্বংসস্তূপ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৩ হাজার ৭৯৯ জন নিহত এবং ১ লাখ ৩ হাজার ৬০১ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানের পরেও ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় যে তাণ্ডব চালাচ্ছে, তাতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি এই নৃশংস হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন ফিলিস্তিনিরা

repoter