ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত

repoter

প্রকাশিত: ০৯:৫৬:৫৬পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৫৬:৫৬পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৯ জন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫৯ জনে পৌঁছেছে, এবং মোট আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৪১ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকার বসতবাড়ি, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার অবকাঠামো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না। ধ্বংসযজ্ঞের কারণে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর পাশাপাশি, ইসরায়েলি আগ্রাসনের ফলে উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালিয়ে আসছে। এই হামলায় উপত্যকার হাসপাতাল ও চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজার বর্তমান পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেছে।

বিশ্বজুড়ে এ হামলার নিন্দা জানানো হলেও গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক মহল এই সংকটের সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

repoter