ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

হেলিকপ্টারে যাতায়াত, সান্তোসে বিলাসবহুল বাড়ির পরিকল্পনায় নেইমার

repoter

প্রকাশিত: ১১:৪৩:১৮অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:৪৩:১৮অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ব্যয়বহুল এই যাতায়াত কমাতে সান্তোসে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার নতুন করে ফিরে এসেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে তার অনুশীলনে যোগ দেওয়ার পদ্ধতিই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রতিদিনই মানগারাতিবার বিলাসবহুল বাড়ি থেকে নিজস্ব হেলিকপ্টারে করে সান্তোসের প্রশিক্ষণ মাঠে পৌঁছাচ্ছেন তিনি।

নেইমারের ব্যবহৃত হেলিকপ্টারটি ২০১৯ সালে কেনা, যার মূল্য ১০৩ কোটি টাকা। এটি এয়ারবাস BK 117 D-2 মডেলের, যা আটজন যাত্রী ও দুইজন পাইলট বহনে সক্ষম এবং প্রতিকূল আবহাওয়াতেও উড়তে পারে। মানগারাতিবা থেকে সান্তোস পর্যন্ত এক ঘণ্টার আকাশপথের যাত্রায় এই হেলিকপ্টার ব্যবহার করছেন তিনি।

ব্রাজিলের গণমাধ্যম ‘গ্লোবো’র তথ্যমতে, প্রতিদিন নেইমারের হেলিকপ্টার যাতায়াতের ব্যয় প্রায় ৭ হাজার রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। একবার যাতায়াতে ২৪০ থেকে ৩৫০ লিটার জ্বালানি খরচ হয়, যার প্রতি লিটারের দাম ৮ থেকে ১০ রিয়াল। একদিকে যেতে খরচ হয় ২,৪০০ থেকে ৩,৫০০ রিয়াল, ফলে দিনে দুইবার যাতায়াতেই ব্যয় দাঁড়ায় ৭ হাজার রিয়াল। পাশাপাশি রয়েছে পাইলট, ক্রু ও রক্ষণাবেক্ষণের খরচ। বছরে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্যই ব্যয় হয় প্রায় ৪ থেকে ৫ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৯ লাখ টাকা।

নেইমার অবশ্য এই ব্যয়বহুল যাতায়াত কমানোর পরিকল্পনা করছেন। তিনি সান্তোসের মরো দে সান্তা তেরেজিনহায় একটি বিলাসবহুল বাড়ি কেনার চিন্তাভাবনা করছেন, যেখানে তিনি স্থায়ীভাবে থাকতে পারেন। ধারণা করা হচ্ছে, তিনি আগামী সপ্তাহের মধ্যেই বাবা-মাকে নিয়ে সেখানে চলে যাবেন।

তবে তার স্ত্রী ব্রুনা বিআনকার্দি এবং কন্যা মাভি মানগারাতিবায়ই থাকবেন। নেইমারের এই অঞ্চলে দুটি বিশাল সম্পত্তি রয়েছে, যার মধ্যে একটি সম্পত্তির মূল্য ২ কোটি ৮০ লাখ রিয়াল। সেখানে ৫০০ প্রাণীর বিশাল এক সাফারিও রয়েছে।

সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে, তবে চাইলে তিনি আরও এক বছর সেখানে থাকতে পারেন। এই সময়ের মধ্যে তার মূল লক্ষ্য হলো বেশি বেশি ম্যাচ খেলে ব্রাজিলের জাতীয় দলের কোচ ডোরিভাল জুনিয়রের নজরে আসা। মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে ব্রাজিল দলে জায়গা ফিরে পাওয়াই তার প্রধান লক্ষ্য।

সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন যেমন আবেগঘন, তেমনি তার অনুশীলনে যোগ দেওয়ার এই বিলাসবহুল পদ্ধতিও সবার দৃষ্টি কেড়েছে। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তারকার এই ব্যয়বহুল জীবনযাপন নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ব্রাজিল দলে ফিরে আসার তার প্রচেষ্টাও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

repoter