
ছবি: ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেছেন যে ৫ এপ্রিল সংঘটিত অস্ত্র লুটের ঘটনায় এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি, এবং অস্ত্র উদ্ধার করতে কোনো অভিযানও শুরু হয়নি। শনিবার (১৯ এপ্রিল) লক্ষ্মীপুরে যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি করেন।
এ্যানি বলেন, “এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি, যা দেশের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত বিপজ্জনক।” তিনি অবিলম্বে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করার আহ্বান জানান এবং জানান, জনগণের নিরাপত্তার জন্য এটি একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ।
এ সময়, তিনি বর্তমান সরকারের প্রতি অভিযোগ তুলে বলেন, “হাসিনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা প্রথমেই হাসিনার বিচার দেখতে চাই, এরপর তার পরিবারের বিচার এবং গুম, খুন ও দুঃশাসনের বিচার দেখতে চাই। একমাত্র এসব বিচার প্রক্রিয়া বাস্তবায়িত হলেই দেশে সঠিক সংস্কার এবং নির্বাচন সম্ভব হবে।”
এ্যানি আরও বলেন, “যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্রের শক্ত ভিত না হবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। এ প্রক্রিয়া না থাকলে গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না।”
তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, “ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবারও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের জনগণ এখনও ভুলে যায়নি। দেশের জনগণ আর সেই সুযোগ কখনও দিতে চাইবে না।”
এ্যানি আরও বলেন, দেশের মানুষ আর কোনোভাবেই সেই অন্ধকার যুগের দিকে ফিরে যেতে চায় না, যেখানে জনগণের অধিকার হরণ করা হয়েছিল এবং দেশের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ ছিল।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলার (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা একমত হয়ে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি সঠিকভাবে পরিবর্তন না হয়, তবে দেশের জনগণ আবারও জুলুম ও নিপীড়নের শিকার হবে। তারা জোর দিয়ে বলেন, “গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য বিচার ও সংস্কার প্রয়োজন, এবং সেই লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে কাজ করবে।”
এ্যানির এই বক্তব্য সরকারের নীতির বিরুদ্ধে একটি তীব্র সমালোচনা হিসেবে দেখা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে আরো প্রচারণা চালানো হবে বলে জানানো হয়েছে।
repoter