ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

এনসিপির অনুষ্ঠানে সরকারি বাস ব্যবহারের ঘটনায় টিআইবির উদ্বেগ

repoter

প্রকাশিত: ০৭:৫৫:৫০অপরাহ্ন , ০১ মার্চ ২০২৫

আপডেট: ০৭:৫৫:৫০অপরাহ্ন , ০১ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সরকারি বাসে করে আনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এনসিপির জন্মলগ্নেই ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় এড়ানো উচিত ছিল। একইসঙ্গে, ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’-এর ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরোনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

শনিবার (০১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘নতুন বাংলাদেশে’-এর অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। এই প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের এ নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড এলার্ট’ হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো-সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মি দশা থেকে এদেশের উত্তরণের সম্ভাবনা ও ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে। স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্বের চর্চা ও আচরণে পতিত কতৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ ও চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক, জনপ্রতিনিধিত্ব ও সরকার পরিচালনায় একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কতৃত্ববাদী আচরণের সংস্কৃতির পরিবর্তনে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে, দেশবাসী এমন আশা করবে। তবে, সবকিছুই নির্ভর করবে, নতুন দল এদেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে, তার ওপর।’

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব পর্যায়ে যে কোনো রাজনৈতিক মহলকে সব প্রকার পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকা।’ তিনি মনে করেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উচিত ছিল শুরু থেকেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করা। ক্ষমতার অপব্যবহারের মতো পুরোনো চর্চা থেকে দূরে থাকা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া নতুন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি বাস ব্যবহারের ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উচিত ছিল শুরু থেকেই স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা। টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সামনে একটি সুযোগ রয়েছে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে এসে নতুন ও জবাবদিহিমূলক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করার। তবে, এই লক্ষ্য অর্জনের জন্য দলটিকে শুরু থেকেই সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।

টিআইবি আরও বলেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উচিত হবে ক্ষমতার অপব্যবহারের মতো পুরোনো চর্চা থেকে দূরে থাকা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া। সংস্থাটি মনে করে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যদি শুরু থেকেই স্বচ্ছ ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করতে পারে, তাহলে তা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

এদিকে, এনসিপির নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির সামনে চ্যালেঞ্জ রয়েছে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে এসে নতুন ও জবাবদিহিমূলক রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠা করার। এই প্রক্রিয়ায় দলটিকে শুরু থেকেই সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে বলে তারা মত দিয়েছেন।

repoter