ঢাকা,  রবিবার
১৯ অক্টোবর ২০২৫ , ০৪:৪৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল * ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর পর্যায়ে * ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপস্থিতি * মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই: এটিইউ প্রধান * হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ * চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ * মানুষের আস্থা অর্জনই বিচার বিভাগের প্রধান লক্ষ্য : প্রধান বিচারপতি * শাপলা প্রতীকের বিষয়ে ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি * বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বৈঠক * ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

এনবিআরের আরও চার কর্মকর্তা বরখাস্ত, নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির

repoter

প্রকাশিত: ০৭:০২:৩২অপরাহ্ন , ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ০৭:০২:৩২অপরাহ্ন , ১৯ আগস্ট ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও চার কর কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান পৃথক চারটি আদেশে স্বাক্ষর করেন।

অন্যদিকে, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। তাই নির্বাচন নিয়ে বিএনপির কোনো সন্দেহ নেই। তবে মাঠের রাজনীতিতে যারা সংশয়ের কথা বলছেন, তারা কৌশলগত কারণে তা করছেন বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ৮৪ দফার মধ্যে অনেকগুলোতেই সব দলের ঐকমত্য হয়েছে। তবে ১৫টি বিষয়ে বিভিন্ন দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, যার মধ্যে বিএনপি ১০টি বিষয়ে আপত্তি জানিয়েছে।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, সনদে এমন কিছু প্রস্তাব রয়েছে যা অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংশোধনের প্রয়োজনীয় দিকগুলো নির্বাচিত সংসদকে তাদের মেয়াদের প্রথম দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল। নতুন খসড়ায় সেটি অনুপস্থিত। তিনি আরও বলেন, কোনো ডকুমেন্টই সংবিধানের ঊর্ধ্বে নয়। যদি জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া হয়, তা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, আগের খসড়ায় বলা হয়েছিল সংসদ নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করা হবে, কিন্তু নতুন খসড়ায় তা নেই। এছাড়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না—এমন বিধানও সঠিক নয়। তবে বিএনপি জুলাই সনদের কিছু বিষয়ে আরও নমনীয় হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো দুই-তিনটি বিষয়ে সমঝোতার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য থাকলেও আলোচনার মধ্য দিয়েই সেগুলো সমাধান করা সম্ভব। বিএনপি সেই আলোচনায় অংশ নেবে এবং গঠনমূলক প্রস্তাব দেবে। তিনি আরও জানান, আগামী ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে। এরপর ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে অংশ নেবে দলটি।

এদিকে, এনবিআরের বরখাস্ত হওয়া চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনের সময় তারা নিয়মিত দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটিয়েছিলেন। এ নিয়ে আগেও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে আরও চার কর্মকর্তা বরখাস্ত হওয়ায় মোট বরখাস্তের সংখ্যা বেড়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইআরডির আদেশে বলা হয়েছে, বরখাস্ত থাকা অবস্থায় তারা বিধি অনুযায়ী ভাতাদি পাবেন।

একই সময়ে রাজনীতি ও প্রশাসনে নেওয়া এসব সিদ্ধান্তকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো যখন অবস্থান স্পষ্ট করছে, তখন প্রশাসনে শৃঙ্খলা রক্ষার পদক্ষেপও চলমান রয়েছে।

এই প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসনে কাজ করতে চায়। নির্বাচন যেন সময়মতো ও সুষ্ঠুভাবে হয়, সে বিষয়ে দলটির আস্থা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে জুলাই সনদের অসামঞ্জস্যগুলো কাটিয়ে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি হবে।

repoter