ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫, আহত ১০

repoter

প্রকাশিত: ০১:৪৮:৫১অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:৪৮:৫১অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশপাশে থাকা পথচারীদেরও আঘাত করে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত দশজনকে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যেই পাঁচজনের মৃত্যু হয় হাসপাতালে পৌঁছানোর আগেই।

দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ দুর্ঘটনা এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।

repoter