
ছবি: ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশপাশে থাকা পথচারীদেরও আঘাত করে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত দশজনকে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যেই পাঁচজনের মৃত্যু হয় হাসপাতালে পৌঁছানোর আগেই।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ দুর্ঘটনা এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।
repoter