ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের ডাক

repoter

প্রকাশিত: ১১:০১:৫১অপরাহ্ন , ২৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:০১:৫১অপরাহ্ন , ২৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করব।

শুক্রবার মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।

নাহিদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা করেছে। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে। তবে এই পরিবর্তন শুধুমাত্র একটি সরকার বদলের জন্য ছিল না, বরং জনগণের অধিকারভিত্তিক এবং মর্যাদাভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্খা থেকেই এসেছে।

নাহিদ বলেন, দ্বিতীয় প্রজাতন্ত্রে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতান্ত্রিক চরিত্র সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি চাই যেখানে বিভেদের পরিবর্তে ঐক্য, প্রতিশোধের পরিবর্তে ন্যায়বিচার এবং পরিবারতন্ত্রের পরিবর্তে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না।

নাহিদ আরও বলেন, দ্বিতীয় প্রজাতন্ত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। প্রতিটি নাগরিকের জন্য সমান গুরুত্ব প্রদান এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয়, এটি ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ন্যায়, সাম্য এবং মানবিক মর্যাদা রাষ্ট্রের ভিত্তি হবে।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (এডিএসএম) নেতারা একত্রিত হয়ে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে দল গঠন করেন।

অনুষ্ঠানে দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যা সারা দেশ থেকে হাজারো মানুষের সমাগম ঘটায়। কেন্দ্রীয় কমিটিতে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তাসনিম জারা ও নাহিদা সারোয়ারকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের প্রধান সংগঠক হিসেবে ঘোষণা করা হয়। প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আবদুল হান্নান মাসুদ।

বিকাল ৪টা ২০ মিনিটে কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন। পরে আখতার হোসেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নেতাদের নাম ঘোষণা করেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির অন্যান্য শূন্য পদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

repoter