ঢাকা,  শুক্রবার
৩ অক্টোবর ২০২৫ , ০৩:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল * ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর পর্যায়ে * ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপস্থিতি * মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই: এটিইউ প্রধান * হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ * চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ * মানুষের আস্থা অর্জনই বিচার বিভাগের প্রধান লক্ষ্য : প্রধান বিচারপতি * শাপলা প্রতীকের বিষয়ে ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি * বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বৈঠক * ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি: ধর্ম উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৮:২৮:১৯অপরাহ্ন , ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:২৮:১৯অপরাহ্ন , ২৩ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও এ বিষয়ে সতর্ক রাখা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে। এসব ঘটনায় মাজার, মন্দির বা অন্যান্য উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করা হয়। যারা এমন কাজ করে তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়, তারা কেবল অপরাধী। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা জরুরি।

তিনি পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে যে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

সভায় তিনি স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। তার মতে, উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পেলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার সুযোগ হ্রাস পাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অপরাধে জড়িত হয়, তার দায়ভার কেবল সেই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশকে সবার প্রথম ও শেষ ঠিকানা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার মানসিকতা যাদের আছে, তাদের মানবিকতা থাকে না। একজন মানুষের ধর্মীয় পরিচয়ের চেয়ে তার মানবিক পরিচয় বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে একটি রোল মডেল হয়ে উঠবে।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

repoter