ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি: ধর্ম উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৮:২৮:১৯অপরাহ্ন , ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:২৮:১৯অপরাহ্ন , ২৩ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালীমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকেও এ বিষয়ে সতর্ক রাখা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে। এসব ঘটনায় মাজার, মন্দির বা অন্যান্য উপাসনালয়কে অপবিত্র করার চেষ্টা করা হয়। যারা এমন কাজ করে তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়, তারা কেবল অপরাধী। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা জরুরি।

তিনি পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, এটি রাতের বেলা হামলা বা ঢিল ছোড়ার মতো ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে হটলাইন চালু রাখা হয়েছে, যাতে যে কোনো আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

সভায় তিনি স্থানীয় বিভিন্ন ধর্মের মানুষকে দুর্গাপূজার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। তার মতে, উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পেলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার সুযোগ হ্রাস পাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, কোনো ব্যক্তি যদি ধর্ম অবমাননা বা অপরাধে জড়িত হয়, তার দায়ভার কেবল সেই ব্যক্তির, কোনো সম্প্রদায়ের নয়। তিনি আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশকে সবার প্রথম ও শেষ ঠিকানা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার মানসিকতা যাদের আছে, তাদের মানবিকতা থাকে না। একজন মানুষের ধর্মীয় পরিচয়ের চেয়ে তার মানবিক পরিচয় বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে একটি রোল মডেল হয়ে উঠবে।

মতবিনিময় সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিতসহ স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

repoter