ঢাকা,  রবিবার
১৬ মার্চ ২০২৫ , ০৪:২০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ * আরাকান আর্মির হাত থেকে ২৬ জেলেকে উদ্ধার করে আনল বিজিবি * জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ * লাইটার জাহাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের আইনি লড়াই: নীতিমালা বাস্তবায়নে বারবার বাধা * বাঘাবাড়ী বন্দরে রাতের আঁধারে তেল চোরাচালানের মহাযজ্ঞ: সরকারের বছরে শত শত কোটি টাকার ক্ষতি * ব্যাংক হিসাবের কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার * শিশু মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের * প্রশাসনের গাফিলতিতে অপরাধীদের প্রশ্রয় পাচ্ছে: রিজভী * আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক * বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাবি ও চবি

repoter

প্রকাশিত: ০১:০৯:২১পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

আপডেট: ০১:০৯:২১পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা রোববার পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। ঢাবিতে মশাল মিছিল ও স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস, আর চবিতে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

ঢাবিতে মশাল মিছিল

রোববার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী ‘ধর্ষণবিরোধী মঞ্চের’ ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলটি ভিসি চত্বর, বিভিন্ন হলের সামনের রাস্তা হয়ে শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ধর্ষণের ঘটনা বারবার ঘটলেও সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

একই দিন সন্ধ্যায় রাজধানীর ইডেন কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তাদের মিছিল ইডেন কলেজ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে আবার কলেজের সামনে গিয়ে শেষ হয়।

চবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই ইস্যুতে আন্দোলনে নেমেছেন। রোববার সন্ধ্যায় চবির জিরো পয়েন্ট ও শেখ হাসিনা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আমার বোনের কান্না আর না, আর না’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পরে তারা জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের দাবি ও প্রশাসনের প্রতিক্রিয়া

ঢাবি ও চবির শিক্ষার্থীরা ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলন আরও তীব্র হবে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

repoter