ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ: ঘন কুয়াশায় আহত ২

repoter

প্রকাশিত: ১১:৩১:২৩পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৩১:২৩পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন কুয়াশার কারণে চারটি গাড়ির সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সিংপাড়া আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সগির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলছিল। হেডলাইট জ্বালিয়ে চলার পরেও দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সিংপাড়া আন্ডারপাস এলাকায় তিনটি বাস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সাকুরা পরিবহনের চালকসহ দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।

এসআই সগির হোসেন বলেন, ‘ঘন কুয়াশা ছিল দুর্ঘটনার প্রধান কারণ। আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’

এই দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তবে পুলিশ ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, শীতের মৌসুমে ঘন কুয়াশার কারণে মহাসড়কে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনের চালকদের আরও সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে হাইওয়ে পুলিশ।

repoter