ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ডেভিল হান্ট: আট জেলায় ৬৫ জন গ্রেপ্তার

repoter

প্রকাশিত: ১০:৩৩:০৬অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩৩:০৬অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশব্যাপী পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় আটটি জেলায় মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫ জনকে আটক করা হয়েছে, মানিকগঞ্জে ১১, সুনামগঞ্জে ৭, মোংলায় ৬, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩, পটুয়াখালীর কলাপাড়ায় ১, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩, কিশোরগঞ্জের ভৈরবে ৪ এবং টাঙ্গাইলের ভূঞাপুরে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে চাক্তাইয়ের চাউলপট্টি এলাকার বাসা থেকে চট্টগ্রাম মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর নুরু গ্যাং রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখল ও চাঁদাবাজির কাজে লিপ্ত ছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মেজর রিজোয়ান জানান, চাঁদাবাজির কারণে নুর হোসেন নুরুকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দ্বীপ থেকে হুমায়ুন কবির ওরফে বাবুল নামে এক সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীপন ধর, মো. ফারুখ, মো. ইমরান হোসেনসহ মোট ৩৫ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।

মানিকগঞ্জে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদের, আমজাদ হোসেন, আব্দুস সামাদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন, মো. ডালিম, মো. শফিকুর রহমান ও বিধান চন্দ্র রায়।

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠনের নেতা, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর, মধ্যনগর, জগন্নাথপুর, তাহিরপুর, ছাতক ও ইসলামপুর থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান হাসান, সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি বিল্লাহ ও জামপুর ইউনিয়নের যুবলীগ নেতা শফিকুল ইসলাম।

পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর থানা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে আটক করা হয়েছে। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় তাকে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলীম সরকার, তারাবো পৌরসভার ছাত্রলীগ নেতা রনি হোসেন ও ভুলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ কর্মী বাছেদ মিয়া।

কিশোরগঞ্জের ভৈরবে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফজাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ কর্মী নান্নু মিয়া, বাদল মিয়া ও মুর্শিদ মিয়া। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পৌর এলাকার বাহাদীপুর থেকে ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলামকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

repoter