ঢাকা,  শুক্রবার
১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* নেপাল থেকে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দল * এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু ১৪ সেপ্টেম্বর, স্কোয়াডে মুশফিক ও রিয়াদ * যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে চার্লি কার্ক নিহত, রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ * সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার * নেপালে কারাগারে সেনার গুলিতে দুই বন্দি নিহত, সহিংসতায় প্রাণহানি বাড়ছে * কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের * যুদ্ধ, দারিদ্র্য ও জলবায়ু সঙ্কট মোকাবিলায় ঐক্যের আহ্বান নিয়ে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের সূচনা * ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন বৃহস্পতিবার * চূড়ান্ত ফল ঘোষণায় ডাকসুর শীর্ষ তিন পদে শিবির-সমর্থিত প্রার্থীদের জয় * ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী তন্বী, শীর্ষ তিন পদে শিবির-সমর্থিত প্যানেলের দাপট

ডাকসু নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি

repoter

প্রকাশিত: ০৬:৩২:৪৯অপরাহ্ন , ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৬:৩২:৪৯অপরাহ্ন , ০৯ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। বিকেলে ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা। এর আগে দুপুর তিনটার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানান, বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।

টিএসসি ভোটকেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী ভোট দেন। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫। অর্থাৎ এই সময়ে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, টিএসসির ক্যাফেটেরিয়া কক্ষে ১২টি বুথে ভোট দেন ২ হাজার ১০০ জন শিক্ষার্থী, আর ইনডোর গেমস রুমের সাতটি বুথে ভোট দেন আরও এক হাজার ২০০ জন শিক্ষার্থী। এ কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।

শারীরিক শিক্ষাকেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিল চার হাজার ৮৬১। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী। এখানে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এস এম হলের শিক্ষার্থীরা ভোট দেন। হলভিত্তিক তথ্য অনুযায়ী, জগন্নাথ হলের দুই হাজার ২২৯ জন ভোটারের মধ্যে এক হাজার ৭২৬ জন (৭৭ শতাংশ), জহুরুল হক হলের এক হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৭৫ জন (৮০ শতাংশ) এবং এস এম হলের ৬৬৯ জন ভোটারের মধ্যে ৪৮৫ জন (৭২ শতাংশ) ভোট দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট তিন হলের প্রাধ্যক্ষরা।

সিনেট ভবনে তিনটি কেন্দ্র—ডাইনিং রুম, সেমিনার রুম ও অ্যালামনাই ফ্লোরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন চার হাজার ৮৩৫ জন। দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় চার হাজার, যা ৮২ শতাংশের বেশি। ডাইনিং রুমে বিজয় একাত্তর হলের দুই হাজার ৪৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৮০০ জন ভোট দেন। সেমিনার রুমে মুহসীন হলের এক হাজার ৪০৯ জন ভোটারের মধ্যে এক হাজার ১০০ জন ভোট দেন। আর অ্যালামনাই ফ্লোরে স্যার এ এফ রহমান হলের এক হাজার ৩৮৩ জন ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার ১০০ জন।

দুপুর আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি বলেন, শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন এবং এখনও ভোটার আসছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ পর্যন্ত আরও উল্লেখযোগ্য ভোট পড়বে। পরে বিকেল তিনটার দিকে উপাচার্য নিয়াজ আহমেদ খানও এ কেন্দ্র পরিদর্শন করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। বিকেল চারটার পর যারা লাইনে থাকবেন, তাদের ভোটও গ্রহণ করা হবে।

উদয়ন উচ্চমাধ্যমিক স্কুল কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এখানে ভোট দেন কবি জসীমউদদীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যসেন হলের শিক্ষার্থীরা। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা জানান, কবি জসীমউদদীন হলের এক হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক হাজার ২১২ জন, শেখ মুজিবুর রহমান হলের এক হাজার ৩৫০ জন এবং সূর্যসেন হলের এক হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

সার্বিকভাবে ডাকসু নির্বাচনের নির্ধারিত আটটি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর নাগাদ প্রায় সব কেন্দ্রেই ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়ে। উপাচার্য ও রিটার্নিং কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

repoter