ছবি: ছবি: সংগৃহীত
উথলী রেলস্টেশনে গার্ডব্রেক বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে খুলনার রেল যোগাযোগ
চুয়াডাঙ্গা, ৪ জুলাই – চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে মোংলা থেকে সিরাজগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে দেশের সব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, মোংলা বন্দর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজারগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে প্রবেশ করার সময় প্রথমে ক্রসিং সম্পন্ন করে। পরে লুপ লাইন থেকে মূল লাইনে ওঠার সময় ট্রেনের গার্ডব্রেক বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রেনটি থেমে যায় এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে, লাইনচ্যুত বগিটি রেখে ট্রেনের বাকি ওয়াগনগুলো গন্তব্যের দিকে এগিয়ে যাবে। সে অনুযায়ী সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার কাজ শুরু না হওয়ায় কোনো ট্রেন এখনো উথলী স্টেশন অতিক্রম করতে পারেনি।
উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় গণমাধ্যমকে জানান, “দুর্ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা নির্দেশনা দিলে উদ্ধার কার্যক্রম শুরু হবে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
তিনি আরও জানান, রেললাইনের অবস্থা ও লাইনচ্যুত বগিটি অপসারণের প্রস্তুতি অনুযায়ী দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট সময় জানানো হয়নি ঠিক কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইনচ্যুত বগিটি অপসারণ করে পুনরায় স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করার আশ্বাস দিয়েছে।
repoter




