ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি

repoter

প্রকাশিত: ১০:৪৪:০৫অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪৪:০৫অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় এই বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চসিক ভবনের সম্মেলন কক্ষে প্রকাশক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বইমেলা কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বইমেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু এবং অন্যান্য অতিথিরা এ অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বইমেলা প্রসঙ্গে বলেন, "এ বছর ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু হবে। মেলার আয়োজনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং স্টল বরাদ্দসহ অন্যান্য সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে। এবারের বইমেলা হবে সর্বজনীন, যাতে পাঠক, লেখক, প্রকাশক এবং সকল শ্রেণীর পেশাজীবী ও জনসাধারণ অংশগ্রহণ করতে পারবেন।"

তিনি আরও বলেন, "মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে বই। বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম আলোকিত হবে এবং বইয়ের আলোয় সমাজ উন্নতির পথে এগিয়ে যাবে।"

বইমেলা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা শহরের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে।

repoter