ছবি: ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষায় শনাক্ত ১২ জন, চলতি মাসে মোট আক্রান্ত ১২৪ জন, মৃত্যু ৬; করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে তিনটি হাসপাতাল
চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় শুক্রবার দুপুরে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত ৯১টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৯ জন রোগী শনাক্ত হয়েছেন মেট্রোপলিটন হাসপাতালে। বাকি তিনজন শনাক্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং শেভরন ডায়াগনস্টিক সেন্টারে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি জুন মাসে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সংক্রমণ পরিস্থিতির এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন করে চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গত ১১ জুন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি প্রস্তুতি সভা করেন। সভায় চট্টগ্রাম শহরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়। এই হাসপাতাল দুটি হলো—চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২।
এছাড়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য পৃথক ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণ বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সতর্ক থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
করোনার এই নতুন ঊর্ধ্বগতি রোধে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি করোনা শনাক্ত ও চিকিৎসায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করছে। হাসপাতালগুলোতে অক্সিজেন, আইসোলেশন ওয়ার্ড এবং ওষুধের পর্যাপ্ততা নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চট্টগ্রামবাসীকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে কাছাকাছি পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিতে।
repoter




