ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

চোরদের দ্বারা আর নির্বাচন করাবেন না: ড. সাখাওয়াত

repoter

প্রকাশিত: ১১:০৫:১৮অপরাহ্ন , ১৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:০৫:১৮অপরাহ্ন , ১৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন লঞ্চঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং দুর্নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "হয়তো আমরা আর বেশি দিন নাই। কিন্তু এই চোরদের দ্বারা নির্বাচন আর করিয়েন না।"

তিনি তার বক্তব্যে দেশের সম্পদ পাচার এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। ড. সাখাওয়াত বলেন, "আমার দুঃখ লাগে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। যদি এই টাকাগুলো দেশে থাকত, তাহলে দেশে অনেক উন্নয়ন হতো। দুর্নীতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যা ওদের রক্তের সাথে মিশে গেছে।"

তিনি আরও বলেন, "১০০ টাকার জিনিস ২০০-৩০০ টাকায় তৈরি করতে হয়। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে। দুর্নীতির কারণে দেশের প্রতিটি উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সচেতনতা প্রয়োজন।"

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির হোসেন উপস্থিত ছিলেন।

ড. সাখাওয়াত আরও বলেন যে দ্বীপাঞ্চলে উন্নয়নের সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে অনেক কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তিনি দ্বীপবাসীদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে সতর্ক থাকার এবং সঠিক ব্যক্তি নির্বাচন করার জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ড. সাখাওয়াতের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তিনি বলেন, "আমাদের দেশকে বাঁচাতে হলে সঠিক নেতৃত্বের প্রয়োজন। দেশের টাকা দেশের মধ্যেই থাকা উচিত, যাতে সঠিক উন্নয়ন সম্ভব হয়।"

repoter