ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ছাত্রদলের বিক্ষোভ, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শ্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

repoter

প্রকাশিত: ০৯:২৭:৫৭অপরাহ্ন , ১৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:২৭:৫৭অপরাহ্ন , ১৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বৃহস্পতিবার বিকেলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বর থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন হয়ে মিলনচত্বরে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদ জানান।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন, ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, ‘নৃগোষ্ঠীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই-বোন আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে? বাংলাদেশি বাংলাদেশি’ ইত্যাদি।

মিছিল শেষে মিলনচত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা ও হামলাকারীদের বিচার দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সমাবেশে বলেন, ‘‘গতকাল এনসিটিভির সামনে একদল শিক্ষার্থী গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি জানাতে গেলে ছাত্রলীগের কায়দায় হামলা চালানো হয়।’’ তিনি অভিযোগ করেন যে, পুলিশ কোমলমতি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে, এমনকি ক্যাম্পাসে ঢুকে পড়েছে।

তিনি উপাচার্য এবং প্রক্টরকে উদ্দেশ্য করে বলেন, ‘‘স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারে তার জবাব দিতে হবে।’’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জানান, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের শিক্ষার্থীরা হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।’’ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিযুক্ত করে বলেন, ‘‘ক্যাম্পাসের মধ্যে পুলিশ কীভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করে, তার দায় প্রশাসনকেই নিতে হবে।’’

এসময় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন শাওন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

repoter