ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ছাগলকাণ্ডে জড়িত এনবিআরের সাবেক সদস্য মতিউর ও স্ত্রী গ্রেপ্তার

repoter

প্রকাশিত: ০৮:৫৬:৩২পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫৬:৩২পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ছাগলকাণ্ডের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ছাগলকাণ্ড নিয়ে তদন্ত চলছিল। সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মতিউর রহমান ও তার স্ত্রীকে এই ঘটনায় জড়িত বলে চিহ্নিত করা হয়। তাদের গ্রেপ্তারের পর বিস্তারিত তদন্ত চালানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে ছাগলকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির মতো গুরুতর অভিযোগও রয়েছে।

গ্রেপ্তারের সময় মতিউর রহমান ও লায়লা কানিজ ভাটারা থানার একটি বাসায় অবস্থান করছিলেন। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই ঘটনার পেছনে আরও যেসব ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত আরও জোরদার করা হবে। ছাগলকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে ডিবি পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেলের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, "এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা নিশ্চিত করতে চাই যে এই ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।"

উল্লেখ্য, ছাগলকাণ্ডটি নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় হয়।

বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং পরবর্তী সময়ে আদালতে তাদের হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

repoter