ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

চাকরিতে রাজনৈতিক নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আসিফ মাহমুদ

repoter

প্রকাশিত: ১১:৫০:২৯অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫০:২৯অপরাহ্ন , ০৮ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি চাকরিতে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে বিভিন্ন কাজ করেছেন, যা সরকারের নীতির বিপরীত। এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

৮ ডিসেম্বর রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসিফ মাহমুদ আরও বলেন, সম্প্রতি গণমাধ্যমে যেসব দফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আগে, বিভিন্ন প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে সরিয়ে নেয়া হতো, যা জনগণের অর্থের অপচয় ঘটিয়েছে। এখন থেকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, কিছু এলাকায় জনপ্রতিনিধি না থাকার কারণে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কমতি দেখা দিয়েছে। এসব এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বেশিরভাগ রাস্তা, ফুটপাত, পার্ক, খাল, নদী, খেলার মাঠসহ অন্যান্য জায়গা দখল হয়ে গেছে। এসব জায়গা উদ্ধার করার কাজ শুরু হয়েছে এবং সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ফুটপাতে যারা দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছেন, তাদের পুনর্বাসনের জন্য কি ধরনের ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নগর ভবনে "জুলাই গণঅভ্যুত্থান-২০২৪" এর ফটো গ্যালারির উদ্বোধন করেন।

repoter