
ছবি: ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর চরে একটি কয়লাবাহী জাহাজ থেকে অচেতন অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উদ্ধারকৃতদের মধ্যে নাছির হোসেন নামে এক শ্রমিককে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
জাহাজটির নাম এম. বি শাকিল পরিবহন (এম ২৫৯১২)। আহতদের মধ্যে রয়েছেন জাহাজের মাস্টার আবুল হাশেম, ইঞ্জিন কর্মকর্তা বিপ্লব, বাবুর্চি নিদু মিয়া, স্কট মো. শান্ত ও শাওন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
জাহাজের মাস্টার আবুল হাশেম জানান, গত বৃহস্পতিবার মংলা থেকে কয়লা বোঝাই করে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা দেওয়া হয়। মোড়েলগঞ্জ থানার সোনাখালী এলাকায় নদীতে জাহাজ নোঙর করে ইফতার ও তারাবি নামাজ পড়ে বিশ্রাম নেওয়া হয়। এরপর কীভাবে তারা বলেশ্বর নদীর চরে পৌঁছালেন, তা তিনি বলতে পারেননি।
স্থানীয় সেলিম ব্রিকস ইটভাটার ম্যানেজার সরোয়ার হোসেন মন্টু মিয়া জানান, সেহেরি খাওয়ার পর নদীর চরে আটকে থাকা জাহাজটি দেখতে পান। ইঞ্জিন সচল থাকলেও জাহাজে কাউকে পাওয়া যায়নি। পরে দুপুরের দিকে ট্রলারে করে জাহাজের কাছে গিয়ে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় লোকজনকে দেখে পুলিশ ও সাংবাদিকদের খবর দেওয়া হয়।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জাহাজটি নিরাপদে রাখা হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্তে নেমেছে।
এই ঘটনায় জাহাজের মাল লুটের অভিযোগ উঠেছে, তবে বিষয়টি নিশ্চিত করতে আরও তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
repoter