ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

বিএনপির আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের সফলতা: আমীর খসরু

repoter

প্রকাশিত: ০৪:০৬:৫১অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৪:০৬:৫১অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। সরকারের সহযোগিতায় দেশকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিকল্প নেই। তিনি বলেন, ভিন্ন কোনও রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করলে মানুষের মনে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হবে, যা হবে অগণতান্ত্রিক।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এ সভার আয়োজন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। সভা পরিচালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ফ্লোরিডা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ইমরানুল হক চাকলাদার, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবু, কাউন্সিলর সুরাইয়া, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, কানাডা মহিলা দলের নাজমা হক এবং কানাডা নর্থ বিএনপির সভাপতি তৌফিক এজাজ।

বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপির আন্দোলনের সফলতা দেশের ১৮ কোটি মানুষের সফলতা। এই আন্দোলনে সকলের অবদান রয়েছে, যার যার অবস্থান থেকে। তিনি প্রবাসীদের ত্যাগ এবং অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, অনেকে মনে করেন প্রবাসীরা নিরাপদ জোনে থেকে আন্দোলন করেছে। তবে তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে যে নিগ্রহের শিকার হয়েছেন, তা সবার জানা উচিত।

তিনি আরও বলেন, প্রবাসে আন্দোলন করা সহজ কাজ নয়। স্টেট ডিপার্টমেন্ট বা বিশ্ব ব্যাংকের সামনে জমায়েত করাও চ্যালেঞ্জিং। তারপরও বিএনপির হাজার হাজার কর্মী রাজপথে আন্দোলন করেছেন। তিনি উল্লেখ করেন, বিএনপি শেখ হাসিনার পতনের আগেই ৩১ দফা এবং সাত বছর আগে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে। যা বাস্তবায়নে দলটি প্রতিজ্ঞাবদ্ধ।

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমীর খসরু বলেন, তারা দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দেশের ও প্রবাসীদের কল্যাণে বিএনপি কাজ করবে। এই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণ এবং তাদের প্রচেষ্টার গুরুত্ব তিনি তুলে ধরেন।

সভায় বক্তারা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিদেশে দলটির কার্যক্রমের সফলতা নিয়ে আলোচনা করেন। প্রবাসীরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন, তা তারা বিশেষভাবে উল্লেখ করেন।

repoter