ছবি: বেবী নাজনীন
বিএনপি নেতা হিসেবে রাজনীতি, জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে প্রবাসে জনপ্রিয়তা বজায় রেখে সংহতি জানালেন নতুন আন্দোলনে
ঢাকা, ১০ নভেম্বর — দীর্ঘ আট বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশের সংগীত জগতের 'ব্ল্যাক ডায়মন্ড' খ্যাত বেবী নাজনীন। জনপ্রিয় এই শিল্পী, যিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানিয়েছেন যে তিনি রাজনীতির সঙ্গে আছেন এবং গণমাধ্যম ও দেশের মানুষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বিমানবন্দরে বিএনপি কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন বেবী নাজনীন, তবে ফুলের তোড়া গ্রহণ না করে কেবল শুভেচ্ছাই যথেষ্ট বলে মন্তব্য করেন। তার উপস্থিতিতে কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়। এক সাক্ষাৎকারে বেবী বলেন, “আমি দেশে ফিরেছি, শীঘ্রই আমার পরিকল্পনার কথা জানাব।”
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৬ বছর পর মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে।" বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বেবী নাজনীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, "ড. ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তির অন্তর্ভুক্তি আমাদের আশা জাগায়। তবে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।" তিনি খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দেশে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ায় সংগীত জীবনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বেবী নাজনীন জানান, প্রবাসে বিদেশী মঞ্চে বাংলাদেশি সংগীতকে জনপ্রিয় করার জন্য কাজ করে গেছেন। তার দীর্ঘ ক্যারিয়ারে আধুনিক গানের অর্ধশতাধিক একক অ্যালবাম ও ভারতীয় শিল্পীদের সঙ্গে দ্বৈত অ্যালবাম তার প্রতিভার সাক্ষ্য বহন করে।
repoter