ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

বাইডেনের উপহারের তালিকা প্রকাশ: মোদির হীরাই সবচেয়ে দামি

repoter

প্রকাশিত: ০৮:৩৪:২৩অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩৪:২৩অপরাহ্ন , ০৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করতে যাচ্ছেন জো বাইডেন। বিদায়ের আগে, ২০২৩ সালে বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের বিশ্বনেতা ও কূটনীতিকদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ২০২৩ সালে ফার্স্ট লেডি জিল বাইডেন সবচেয়ে মূল্যবান উপহারটি পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। ২০ হাজার ডলার মূল্যের সাড়ে সাত ক্যারেটের একটি হীরা উপহার দিয়েছেন মোদি, যা আর্থিক দিক থেকে তালিকার শীর্ষে।

উপহার প্রদানের দিক থেকে মোদির পরেই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারাকোভা। জেলেনস্কি জো বাইডেনকে উপহার দিয়েছেন প্রায় আড়াই হাজার ডলার মূল্যমানের একটি ছবির কোলাজ। অন্যদিকে, জিল বাইডেনের জন্য ওকসানা মারাকোভা দিয়েছেন ১৪ হাজার ডলার মূল্যের একটি ব্রুচ।

এর পাশাপাশি, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও তার স্ত্রী এন্তিসার আমির জিল বাইডেনকে উপহার দিয়েছেন সাড়ে চার হাজার ডলার মূল্যের একটি ব্রুচ এবং একটি ছবির অ্যালবাম। ব্রুনাইয়ের সুলতান উপহার হিসেবে দিয়েছেন জো বাইডেনকে সাড়ে তিন হাজার ডলারের একটি রূপার বাটি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল বাইডেনকে উপহার দিয়েছেন ৭ হাজার ডলার মূল্যের একটি ছবির অ্যালবাম। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন সাড়ে তিন হাজার ডলার মূল্যের একটি যোদ্ধার ভাস্কর্য, আর ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১০০ ডলার মূল্যের রূপার ট্রে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বাইডেন পরিবার এসব উপহারের বেশিরভাগই জমা দেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে। কিছু উপহার প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হবে। মোদির দেওয়া হীরাটি হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে সংরক্ষিত থাকবে।

এদিকে, বাইডেন পরিবার ছাড়াও যুক্তরাষ্ট্রের ফেডারেল বিভাগ ও গোয়েন্দা সংস্থা সিআইএ বিদেশিদের কাছ থেকে পেয়েছে বেশ কিছু মূল্যবান উপহার। এর মধ্যে সিআইএ পরিচালক উইলিয়াম বার্ন্স পেয়েছেন ১৮ হাজার ডলার মূল্যমানের একটি অ্যাস্ট্রোগ্রাফ। এটি প্রশাসন বিভাগে জমা দেওয়া হবে। এছাড়াও তিনি পেয়েছেন ১১ হাজার ডলারের একটি ওমেগা ঘড়ি, যা ধ্বংস করে ফেলার পর তার প্রতিবেদন জমা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে সিআইএ মোট ১ লাখ ৩২ হাজার ডলার মূল্যের উপহার পেয়েছে, যার অধিকাংশই নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।

repoter