ছবি: ছবি: সংগৃহীত
নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ এলাকা থেকে সোমবার (২ ডিসেম্বর) সকালে কোহেলী আক্তার (১০) ও তার বাকপ্রতিবন্ধী বাবা কোরবান আলীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মতে, পারিবারিক দ্বন্দ্বের কারণে হতাশাগ্রস্ত হয়ে বাবা-মেয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে।
কোরবান আলী দক্ষিণ রাজাপুর মৎস্যজীবী পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার পরিবারের সদস্যরা জানায়, গত রবিবার পারিবারিক কলহের কারণে কোরবানের স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান, এরপর থেকে কোরবান হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার সকালে কোরবান ও তার মেয়ে কোহেলী রেলগেট এলাকায় নাস্তা করার জন্য বাড়ি থেকে বের হন। তবে সকাল সাড়ে ১০টা নাগাদ খবর আসে, তাদের মরদেহ চকের ব্রিজ এলাকায় পড়ে আছে।
কোরবানের ভাতিজা আব্দুল মমিন জানিয়েছেন, রবিবারের পারিবারিক দ্বন্দ্বের কারণে কোরবান চিন্তিত ছিলেন এবং তার মনে একটি বড় হতাশা কাজ করছিল। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে মানসিক চাপ ও পারিবারিক সমস্যার কারণে তারা এই চরম পদক্ষেপ নিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম জানিয়েছেন, কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন এবং মাঝে-মধ্যে তার পরিবারের মধ্যে ঝগড়া হতো। এই ধরনের সমস্যার সমাধানে স্থানীয় মাতাব্বররা একাধিকবার বৈঠক করেছেন, কিন্তু রবিবারের ঘটনার পর কোরবান আলীর স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান, যা কোরবানের মানসিক অবস্থা আরও খারাপ করে তোলে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিলাহাটী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
repoter