ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

আট দেশে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন

repoter

প্রকাশিত: ০৯:৫৭:৩২অপরাহ্ন , ০৭ জুলাই ২০২৫

আপডেট: ০৯:৫৭:৩২অপরাহ্ন , ০৭ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ অগ্রাধিকারপ্রাপ্ত আট দেশে এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি প্রত্যাশা

নিবাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে এসব দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য সম্মতি প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, নির্বাচনী কর্মকর্তারা ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি বলেন, এসব দেশে দ্রুত সময়ের মধ্যেই কার্যক্রম শুরু করা যাবে, যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়া যায়। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।

হুমায়ুন কবীর আরও জানান, জাপানে বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম জুলাই মাসের মধ্যেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি, কারণ কিছু কারিগরি বিষয় সম্পন্ন হওয়া বাকি রয়েছে।

২ জুলাই ইসির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্র সচিব বরাবর পাঠানো হয়। এতে বলা হয়েছে, বিশ্বের ৪০টি দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডায় এ কার্যক্রম চালু হয়েছে।

বাকি ৩১টি দেশের মধ্যে রয়েছে ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনেই, মৌরিশাস, ইরাক, যুক্তরাষ্ট্র, গ্রিস, স্পেন, জার্মানি, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস। এসব দেশেও পর্যায়ক্রমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সম্মতি চাওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাপানে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ মে সম্মতি দিয়েছে এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে অগ্রাধিকারভিত্তিক আটটি দেশেও কার্যক্রম শুরু করার জন্য একইভাবে সম্মতি চাওয়া হয়েছে।

বর্তমানে যেসব দেশে কার্যক্রম চালু রয়েছে, সেখানে ইসির দেওয়া তথ্যমতে, প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এদের মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে, এবং ২০ হাজার ৪৫১ জনের ভোটার অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ৩ হাজার ৬৭৭টি আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে।

ইসি মনে করছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা যাবে এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই পদক্ষেপ প্রবাসীদের প্রশাসনিক ও সাংবিধানিক অংশগ্রহণ নিশ্চিত করার দিকেও একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

repoter