
ছবি: ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সবাই মন খুলে সাংবাদিকতা করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, গত ৬ মাসে সরকারের কোনো সংস্থা বা কর্তৃপক্ষ গণমাধ্যমে কোনো ধরনের প্রভাব বিস্তার করেনি, কোনো সংবাদ প্রকাশে বাধা দেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো প্রভাব বিস্তার করা হবে না।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কবি নজরুল সরকারি কলেজ অডিটরিয়ামে সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহম্মদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, "গত ১৬-১৭ বছর ধরে সাংবাদিকরা ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারেননি। বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার গত ৬ মাসে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং কোনো সংবাদ প্রকাশে বা বন্ধে বাধা দেয়নি। ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে।"
ফয়েজ আহম্মদ আরও বলেন, "এ সরকার যতদিন থাকবে, ততদিন সাংবাদিকতার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।"
শেখ হাসিনাকে স্বৈরশাসক বানাতে সাংবাদিকদের ভূমিকা ছিল মন্তব্য করে তিনি বলেন, "সাংবাদিকরা যখন সরকারের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন না করে, প্রশংসা করতে শুরু করেছিলেন, তখন সরকারের পক্ষ থেকে স্বৈরাচারের আরও উৎসাহিত হতে। এর খেসারত পুরো দেশের জনগণ, বিশেষ করে ছাত্র সমাজকে দিতে হয়েছে।"
অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক শাহীন আহমেদ সভাপতিত্ব করেন, এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা আলী আজম, মাঈন উদ্দিন আরিফ ও যায়েদ হোসেন মিশু।
এছাড়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি ও যুগ্ম আহ্বায়ক আতিক হাসান শুভ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, ছাত্রশিবিরের সভাপতি বায়জিদ মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি দেওয়ান মোহাম্মদ তাজিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাবেক আহ্বায়ক ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাবেক অর্থ সম্পাদক বাইজীদ হোসেন এবং অন্যান্য সদস্যরা।
repoter