ঢাকা,  শনিবার
৫ এপ্রিল ২০২৫ , ০৫:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

আকাশপথের ভাড়া সংক্রান্ত নির্দেশনা জারি করল বিমান মন্ত্রণালয়

repoter

প্রকাশিত: ১০:১৭:৪৯অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৭:৪৯অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে একাধিক নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়, যেখানে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিংয়ের তিন দিনের মধ্যে নির্দিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু করা না হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে গ্রুপ-বুকিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিটের বিক্রয় নিশ্চিত করতে হবে, যেখানে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি সংযুক্ত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে বিক্রয় নিশ্চিত না হলে, পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করবে।

পরিপত্রে আরও বলা হয়েছে যে, গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে ওয়েবসাইটে প্রকাশ করবে। এয়ার টিকিট বিক্রির ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং অনলাইনে টিকিটের মূল্য টিকিটের গায়ে প্রদর্শন করতে হবে। এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪-এর বিধি ২৮৯ অনুযায়ী ‘ট্যারিফ ফিলিং’ সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ভাড়া তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এবং এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিগুলো বেবিচক অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করতে পারবে না।

এছাড়া, ট্রাভেল এজেন্সিগুলোকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের নির্ধারিত মূল্য-সংবলিত টিকিট সরবরাহ করতে হবে এবং সেই টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে। চাহিদার অতিরিক্ত টিকিট সংরক্ষণ করে তা অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বৃদ্ধি পেলে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি-১৫ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।

বিভিন্ন এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিগুলোর জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে যে, ওয়ার্ক ভিসাধারী বিদেশগামী শ্রমিক ও কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করতে হবে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াগামী প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া, পরিপত্রে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

repoter