ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:১৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

আজীবন সম্মাননায় ভূষিত জুয়েল আইচ ও রোজিনা

repoter

প্রকাশিত: ০৭:০১:৫৭অপরাহ্ন , ২৬ জুন ২০২৫

আপডেট: ০৭:০১:৫৭অপরাহ্ন , ২৬ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হচ্ছেন বরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ ও জনপ্রিয় অভিনেত্রী রোজিনা; মনোনয়ন পেয়েছেন আরও ৩০ বিশিষ্ট ব্যক্তি


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত একুশে পদকপ্রাপ্ত জুয়েল আইচ এবং ঢাকাই চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনাকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’-এ তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করবে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

আগামী ২৮ জুন, শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান এবং দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাওয়ার্ড প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে দেশের সেরা নৃত্য ও সংগীতশিল্পীরা অংশ নেবেন।

স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান জানান, “পুরো প্রোগ্রামের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার ব্যক্তিদের অবদানকে সম্মান জানাতে যাচ্ছি আমরা। সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, বিনোদন জগতের তারকা, উদ্যোক্তা, ব্যবসায়ী, ফ্যাশন ও মিডিয়ার সঙ্গে জড়িত মোট ৩০ জন গুণী ব্যক্তিকে এ বছর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।”

স্টার বাংলাদেশ মিডিয়ার সাধারণ সম্পাদক হযরত আলী হিরু বলেন, “অনুষ্ঠানে দুইজন বরেণ্য ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং দুইজন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। বাকিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।”

এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেসব বিশিষ্ট ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, জনপ্রিয় অভিনেতা আব্দুন নুর সজল, অভিনেতা মামনুন ইমন, নবাগত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, অভিনেত্রী হুমায়রা সুবাহ, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক, অভিনেতা সৈয়দ শুভ্র, নৃত্যশিল্পী মিম চৌধুরী, কোরিওগ্রাফার নিকি আহমেদ, সংগীতশিল্পী লুইপা, আকিব বিন আখতার, আতিয়া আনিশা, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক, মডেল সৈয়দ রুমা, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, স্টাইলিস্ট কোরিওগ্রাফার গৌতম সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ক্রাইম রিপোর্টার মাসুদা লাবনী এবং সিনিয়র ফটো সাংবাদিক কাজল হাজরা।

অনুষ্ঠানটিকে ঘিরে মিডিয়া অঙ্গনে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে গুণীজনদের অবদানকে সম্মান জানিয়ে দেশের সংস্কৃতি, সাংবাদিকতা ও সৃজনশীল অঙ্গনে উৎসাহের বার্তা পৌঁছাবে।

এছাড়া, পুরস্কারপ্রাপ্তদের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজনটি নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

repoter