ঢাকা,  রবিবার
১২ অক্টোবর ২০২৫ , ০৬:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল * ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর পর্যায়ে * ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উপস্থিতি * মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিদের জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই: এটিইউ প্রধান * হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ * চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর প্রকাশ * মানুষের আস্থা অর্জনই বিচার বিভাগের প্রধান লক্ষ্য : প্রধান বিচারপতি * শাপলা প্রতীকের বিষয়ে ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন: সিইসি * বাংলাদেশ-ইতালি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বৈঠক * ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮ জন

আজীবন সম্মাননায় ভূষিত জুয়েল আইচ ও রোজিনা

repoter

প্রকাশিত: ০৭:০১:৫৭অপরাহ্ন , ২৬ জুন ২০২৫

আপডেট: ০৭:০১:৫৭অপরাহ্ন , ২৬ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হচ্ছেন বরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ ও জনপ্রিয় অভিনেত্রী রোজিনা; মনোনয়ন পেয়েছেন আরও ৩০ বিশিষ্ট ব্যক্তি


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত একুশে পদকপ্রাপ্ত জুয়েল আইচ এবং ঢাকাই চলচ্চিত্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনাকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫’-এ তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করবে স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

আগামী ২৮ জুন, শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জিটিভির প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান এবং দেশের খ্যাতনামা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাওয়ার্ড প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে দেশের সেরা নৃত্য ও সংগীতশিল্পীরা অংশ নেবেন।

স্টার বাংলাদেশ মিডিয়া ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান জানান, “পুরো প্রোগ্রামের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার বিভিন্ন পেশা ও শ্রেণিপেশার ব্যক্তিদের অবদানকে সম্মান জানাতে যাচ্ছি আমরা। সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, বিনোদন জগতের তারকা, উদ্যোক্তা, ব্যবসায়ী, ফ্যাশন ও মিডিয়ার সঙ্গে জড়িত মোট ৩০ জন গুণী ব্যক্তিকে এ বছর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।”

স্টার বাংলাদেশ মিডিয়ার সাধারণ সম্পাদক হযরত আলী হিরু বলেন, “অনুষ্ঠানে দুইজন বরেণ্য ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং দুইজন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। বাকিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে।”

এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেসব বিশিষ্ট ব্যক্তিরা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী, জনপ্রিয় অভিনেতা আব্দুন নুর সজল, অভিনেতা মামনুন ইমন, নবাগত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, অভিনেত্রী হুমায়রা সুবাহ, রাজ রিপা, রুকাইয়া জাহান চমক, অভিনেতা সৈয়দ শুভ্র, নৃত্যশিল্পী মিম চৌধুরী, কোরিওগ্রাফার নিকি আহমেদ, সংগীতশিল্পী লুইপা, আকিব বিন আখতার, আতিয়া আনিশা, ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক, মডেল সৈয়দ রুমা, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, স্টাইলিস্ট কোরিওগ্রাফার গৌতম সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ক্রাইম রিপোর্টার মাসুদা লাবনী এবং সিনিয়র ফটো সাংবাদিক কাজল হাজরা।

অনুষ্ঠানটিকে ঘিরে মিডিয়া অঙ্গনে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে গুণীজনদের অবদানকে সম্মান জানিয়ে দেশের সংস্কৃতি, সাংবাদিকতা ও সৃজনশীল অঙ্গনে উৎসাহের বার্তা পৌঁছাবে।

এছাড়া, পুরস্কারপ্রাপ্তদের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজনটি নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

repoter