ছবি: ছবি: সংগৃহীত
আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশে বড় ধরনের বর্ষাকালীন বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তার পূর্বাভাস অনুযায়ী, এই বন্যায় দেশের ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ বছর বর্ষাকালের প্রকৃত অর্থে একটি বড় বন্যা দেখা দিতে পারে। ২০২০ সালের পর থেকে বাংলাদেশে দেশব্যাপী বড় কোনো বর্ষাকালীন বন্যা হয়নি। ২০২২ সালে সিলেট বিভাগে এবং ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ‘ফ্ল্যাশ ফ্লাড’।
তিনি ব্যাখ্যা করেন, বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বোঝায় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে প্রবাহিত পানি উপকূলবর্তী জেলাগুলোতে প্রবেশ করে প্লাবিত করা। একইভাবে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় প্লাবন সৃষ্টি করে।
পূর্বাভাসে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, ২০২৫ সালে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদী তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে। সম্ভাব্য বন্যা আগস্টের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে ঘটতে পারে, যা এসব নদীর তীরবর্তী জেলাগুলোর ওপর দিয়ে প্রবাহিত হবে।
তিনি আরও জানান, এই পূর্বাভাসের ভিত্তিতে বিস্তারিত তথ্য-প্রমাণ ও বিশ্লেষণসহ একটি গবেষণাধর্মী লেখা আবহাওয়া ডটকম ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে সম্ভাব্য বন্যার কারণ ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
repoter




