ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

আবারও মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা

repoter

প্রকাশিত: ০৩:১৩:২১অপরাহ্ন , ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:১৩:২১অপরাহ্ন , ১৯ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো অর্জন করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর খেতাব। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল মঞ্চে উঠে মুকুট তুলে দেন মিথিলার মাথায়। মুহূর্তটিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় মিথিলা তার মাকে উৎসর্গ করে বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই জয় যেমন আমার, তেমনি তারও।”

মিথিলার বিজয়ে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফ্যাশন ও বিনোদন অঙ্গনে। অনেকে মনে করছেন, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক মঞ্চে সম্মানের সঙ্গে নিজেদের উপস্থিতি জানান দিতে পারবে।

এর আগে, ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে বিশ্বজুড়ে করোনা মহামারি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সে বছর তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ফলে তার স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল। কিন্তু ২০২৫ সালে আবারও জাতীয় খেতাব জিতে তিনি সেই স্বপ্ন পূরণের সুযোগ পেলেন। এবার তিনি প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।

বিজয়ী ঘোষণার পর মিথিলা বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। দেশের মর্যাদা, সাহস ও সম্মানের প্রতীক হয়ে আমি বিশ্বমঞ্চে দাঁড়াতে চাই। এই যাত্রায় আপনাদের সবার ভালোবাসা ও দোয়া চাই।”

মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক অনুষ্ঠানে বলেন, “মিথিলা শুধু একজন দক্ষ মডেল বা অভিনেত্রী নন, তিনি একজন সামাজিক কর্মীও। তিনি দীর্ঘদিন ধরে বাল্যবিবাহবিরোধী প্রচারণায় কাজ করছেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে উদ্যোগ নিয়ে এসেছেন। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে খেতাব জিতেছিলেন, কিন্তু আন্তর্জাতিক আসরে যেতে পারেননি। এবারে পুনরায় বিজয় অর্জনের মধ্য দিয়ে তিনি ইতিহাস গড়লেন।”

ফ্যাশন জগতে মিথিলা ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করেছেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কাজে সম্পৃক্ত থেকেছেন। ফলে মিস ইউনিভার্স মঞ্চে তাকে দেখা গেলে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা হয়ে মুকুট জিতে নেন মিথিলা। তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, সামাজিক ভাবনা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি তাকে সবার থেকে আলাদা করে তুলেছে।

বাংলাদেশে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার প্রতিনিধিত্ব করার বিষয়টি সবসময় আলোচনার জন্ম দেয়। সমালোচনা ও প্রশংসা দুই-ই থাকে। তবে মিথিলার মতো পরিচিত ও সামাজিকভাবে সচেতন একজন মডেলের হাতে মুকুট যাওয়ায় এবারের প্রতিযোগিতা নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

আগামী নভেম্বর মাসে ব্যাংককে অনুষ্ঠেয় ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে মঞ্চে দাঁড়াবেন মিথিলা। সেই মঞ্চে বাংলাদেশকে সেরাভাবে উপস্থাপন করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তিনি।

repoter