ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

৫টি ওয়াইড দিয়ে আইপিএলের দীর্ঘতম ওভারের রেকর্ডে শার্দুল ঠাকুর

repoter

প্রকাশিত: ১২:৩৪:১৬অপরাহ্ন , ০৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৩৪:১৬অপরাহ্ন , ০৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আইপিএলের ইতিহাসে এক বিব্রতকর রেকর্ডে নিজের নাম লেখালেন লখনউ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে এক ওভারে পাঁচটি ওয়াইড দিয়ে তিনি আইপিএলের দীর্ঘতম ওভারের রেকর্ডে জায়গা করে নেন। এই ওভারটি শেষ করতে তার মোট ১১টি বল করতে হয়। এর ফলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল করে একটি ওভার শেষ করা তিন বোলারের একজন হয়ে গেলেন।

কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড করেন শার্দুল ঠাকুর, যা এই প্রতিযোগিতার ইতিহাসে নজিরবিহীন। এর আগে কোনো বোলারই আইপিএলে এক ওভারের প্রথম পাঁচটি বল ওয়াইড করেননি। এই দৃষ্টান্তে তিনি যোগ দিলেন আরও দুই ভারতীয় পেসার—মোহাম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডের সঙ্গে।

২০২৩ আইপিএলে তুষার দেশপাণ্ডে চেন্নাই সুপার কিংসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে একটি ওভার করতে গিয়ে ১১টি বল করেছিলেন। একই বছর মোহাম্মদ সিরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ওভার করতে গিয়ে বল করেছিলেন ১১টি। এবার সেই তালিকায় যোগ হলো শার্দুল ঠাকুরের নাম।

গতকালের ম্যাচে শার্দুল ঠাকুর ৪ ওভার বোলিং করে ৫২ রান খরচ করেছেন এবং নিয়েছেন দুটি উইকেট। তবে তার বোলিং ছিল যথেষ্ট খরুচে, বিশেষ করে অতিরিক্ত বল এবং ওয়াইডের কারণে। একাই তিনি করেছেন ৮টি ওয়াইড, যা দলের অতিরিক্ত খরচের বড় অংশ। ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বোলাররা সম্মিলিতভাবে করেছেন ২০টি ওয়াইড বল।

তবে সবকিছুর পরও কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং ব্যর্থতায় জয় পায়নি। মাত্র ৪ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে নাইট রাইডার্স। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শার্দুল ঠাকুরের বিতর্কিত ওভারটি নজর কেড়েছে ক্রিকেটবিশ্বে এবং ইতোমধ্যেই এটি আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

repoter