ছবি: ছবি: সংগৃহীত
গাজীপুরে টানা ৫২ ঘণ্টা ধরে চলা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শেষ করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়, তবে যানজট এখনো পুরোপুরি কাটেনি।
শ্রম অধিদফতরের পরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, সকাল থেকেই স্থানীয় প্রশাসন ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে সমঝোতা বৈঠক চলছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শ্রমিক ও মালিক পক্ষকে সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ডাকা হয়। আন্দোলনরত শ্রমিকদের মাইকের মাধ্যমে অনলাইনে শ্রম সচিবের সঙ্গে যুক্ত করা হয় এবং তার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
repoter