ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

২০০৮ সালের 'অবৈধ নির্বাচন'-এর সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: দুলু

repoter

প্রকাশিত: ০৮:৩১:১৭অপরাহ্ন , ০৪ জুলাই ২০২৫

আপডেট: ০৮:৩১:১৭অপরাহ্ন , ০৪ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নলডাঙ্গায় জনসভায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অভিযোগ— আওয়ামী লীগ জালিয়াতির মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতা আঁকড়ে আছে

সংবাদ প্রতিবেদন:
নাটোর, ৪ জুলাই – বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের ‘অবৈধ নির্বাচন’-এর মাধ্যমে যারা ক্ষমতা দখলের পথ সুগম করেছিল, তাদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনার থেকে শুরু করে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ২০০৮ সালের কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করে। এরপর জালিয়াতিপূর্ণ একাধিক নির্বাচন আয়োজন করে ১৬ বছর ধরে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। এই সময়ের মধ্যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে।

তিনি বলেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তার স্মৃতিচারণমূলক বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন— কীভাবে ২০০৮ সালের নির্বাচনকে প্রভাবিত করে বিএনপিকে হারানো হয়েছিল এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের পাশাপাশি ২০০৮ সালের নির্বাচনে জড়িতদেরও বিচার করতে হবে। একইসঙ্গে ১/১১-এর কুশীলবদের আইনের আওতায় আনতে হবে।

বিএনপির এই নেতা বলেন, এক-এগারোর সময়কার ক্ষমতাধারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিল। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। সেই কারণেই তারেক রহমান আজও দেশের বাইরে অবস্থান করছেন।

তিনি বলেন, দেশের মানুষ সরাসরি ভোট দিতে চায়, তারা কোনো ‘সংখ্যানুপাতিক পদ্ধতি’ (PR System) চায় না। জনগণ তার পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

জনসভায় দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সর্বাঙ্গীণ সংস্কারের রূপরেখা রয়েছে। সেই সংস্কার দ্রুত সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠন মাঠ পর্যায়ে দুর্বল হয়ে পড়লেও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেন দুলু। তিনি বলেন, বিগত ১৬ বছরে তাদের যে দুঃশাসন, জুলুম ও নির্যাতন— তা জাতিকে ভুলে গেলে চলবে না। জনগণকে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।

জনসভাটি পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলী।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা বিএনপির সদস্য ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং সদস্য সচিব হাসান আলী।

বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং জনগণকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সমাবেশে শত শত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

repoter