ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

১৭ বছরের জঞ্জাল ১৫ মাসে দূর করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

repoter

প্রকাশিত: ১০:১৯:৪৯অপরাহ্ন , ২২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৯:৪৯অপরাহ্ন , ২২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নোয়াখালী, শনিবার:
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়। প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছে এবং সেগুলো সমাধানে কাজ করে যাচ্ছে। তবে রাষ্ট্র ব্যবস্থাকে স্থিতিশীল করতে কিছুটা সময় লাগবে। শনিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ইজিআইএমএনএস শীর্ষক প্রকল্পের লাইট হাউজের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙচুর করে সবকিছু ফেলে পালিয়ে গেছে, সেটিকে টেনে তুলতে একটু সময় তো লাগবেই। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং জনগণ স্বস্তিতে থাকতে পারে।"

আগামী রমজানকে সামনে রেখে বাজারে দ্রব্যমূল্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "আমরা বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছি। প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন বাজার নিয়ন্ত্রণে রাখে এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ করে। সাধারণ মানুষকেও প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়।"

নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, "নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত ফেরি চলাচল জুন-জুলাই মাসে উপযোগী নয়। এ রুটে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা নতুন ফেরি নির্মাণের উদ্যোগ নিয়েছি, যা দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে।"

পরে উপদেষ্টা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা সম্পর্কে শোনেন। তিনি নিঝুমদ্বীপের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, "নিঝুমদ্বীপ দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে পর্যটন শিল্পের উন্নয়নে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।"

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার আবদুল্ল্যাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

repoter