ঢাকা,  মঙ্গলবার
১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৫৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ * শুল্ক কমাতে হবে, নইলে ভারতের ব্যবসা ঝুঁকিতে পড়বে: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা * জনসমর্থন ছাড়া গণতন্ত্র টিকবে না: আমীর খসরু * মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস * জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলোচনা * যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তর কোরিয়ার কড়া হুঁশিয়ারি * শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা * সরকার চায় ‘মব সংস্কৃতি’ টিকে থাকুক: রুমিন ফারহানা * যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর চিন্তায় সরকার * চুনারুঘাট থানার ওসি পুলিশের দায়িত্ব থেকে ক্লোজড, বাসা তল্লাশির ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক

১২ বছরের সুখী দাম্পত্যের মাইলফলক: সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী

repoter

প্রকাশিত: ১২:৩২:৪৩অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩২:৪৩অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

১২ বছর আগে সাকিব-শিশিরের বিয়ের ফটোসেশন। ফাইল ছবি

ছবি: ১২ বছর আগে সাকিব-শিশিরের বিয়ের ফটোসেশন। ফাইল ছবি

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রেমের গল্প দেশের মানুষের জানা। আজ থেকে ঠিক ১২ বছর আগে, ২০১২ সালের ১২ ডিসেম্বর, তাদের প্রেম পূর্ণতা পায়। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং শুরু হয় তাদের দাম্পত্যজীবনের যাত্রা। আজ সেই সুখী দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ করলেন তারা। এই বিশেষ দিনটি উপলক্ষে শিশির তার জীবনসঙ্গী সাকিবকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

সাকিব এবং শিশিরের প্রথম পরিচয় ঘটে ফেসবুকে। সাকিব তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা করে নেওয়ার পথে ছিলেন। ফেসবুকে শিশিরের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন তিনি। এরপর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তাদের প্রথম দেখা হয়। সেই পরিচয় থেকেই শুরু হয় প্রেমের সম্পর্ক, যা পরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তারা বাংলাদেশের অন্যতম আইকনিক দম্পতি।

কিছুদিন আগে সাকিবকে ঘিরে পরকীয়ার গুঞ্জন ছড়ায়, যা নিয়ে বেশ আলোচনাও হয়। এ নিয়ে শিশির সরাসরি প্রতিবাদ জানান, যদিও তার ফেসবুক থেকে সাকিবের সব ছবি সরিয়ে নেওয়া হয়েছিল। তবে তারা একসঙ্গে থাকা এবং নিজেদের সম্পর্ক মজবুত রাখার বার্তা দিয়েছেন বারবার।

এই দম্পতির তিনটি সন্তান রয়েছে, যাদের সঙ্গে তারা তাদের পারিবারিক জীবন উপভোগ করছেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিব এখন জাতীয় দলে নেই। তার ফেরার সম্ভাবনাও অনিশ্চিত। আপাতত সাকিব বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন এবং সেখানেই নিজের ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে নিচ্ছেন।

সাকিব-শিশির দম্পতির এই ১২ বছরের বিবাহিত জীবন তাদের সম্পর্কের দৃঢ়তা ও ভালোবাসার দৃষ্টান্ত হয়ে রয়েছে।

repoter