ছবি: সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।
গুলশান থেকে যাত্রা
এর আগে, বেলা ১১টা ০৪ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা দেয়।
শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি
মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজা ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে।
repoter

