ঢাকা,  শনিবার
৩ জানুয়ারী ২০২৬ , ০৮:০১ মিনিট

Donik Barta

প্রতিহিংসার রাজনীতি পরিহারেই শান্তি পাবে বেগম জিয়ার আত্মা

repoter

প্রকাশিত: ০৯:০৮:৫০অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৯:০৮:৫০অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৬

বেগম খালেদা জিয়া

ছবি: বেগম খালেদা জিয়া

ঐক্য, সহনশীলতা ও শালীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে। বছরের শেষ প্রান্তে তাঁর বিদায় গোটা জাতিকে শোকের আবহে আবদ্ধ করে দেয়। দল-মত নির্বিশেষে মানুষ তাঁর জানাজায় অংশ নিয়ে প্রমাণ করেছে—তিনি ছিলেন সবার নেতা, সবার আপনজন।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন ঐক্য, সহনশীলতা ও সৌহার্দ্যের প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি আবারও উপলব্ধি করেছে—আদর্শবান নেতৃত্বের প্রতি এই দেশের মানুষের শ্রদ্ধা কখনো কমে না।

আদর্শের রাজনীতি ও সহমর্মিতার শিক্ষা

বেগম জিয়া চলে গেলেও তাঁর চিন্তা, দর্শন ও রাজনৈতিক মূল্যবোধ আজও প্রাসঙ্গিক। তাঁকে প্রকৃত অর্থে সম্মান জানাতে হলে প্রয়োজন তাঁর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করা। বর্তমান সময়ে যখন রাজনৈতিক অস্থিরতা, অসহিষ্ণুতা ও সহিংসতা বাড়ছে, তখন তাঁর জীবনদর্শন হতে পারে আমাদের পথনির্দেশক।

তাঁর রাজনীতির মূল ছিল—ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সংযত ভাষা, শালীন আচরণ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসা। তিনি কখনো শক্তি প্রয়োগ করে বিরোধী মত দমন করেননি, বরং মতভেদ সত্ত্বেও সৌহার্দ্য বজায় রেখেছেন।

গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা

স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা—প্রতিটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বেগম জিয়া দেশের স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখেছেন। সংসদীয় সরকার ব্যবস্থা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কিংবা এক-এগারোর সময় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম—সবখানেই তাঁর দৃঢ়তা ও সাহস ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ নির্যাতন, কারাবাস ও অবিচারের মুখেও তিনি প্রতিহিংসার পথে হাঁটেননি। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—রাজনীতিতে মানবিকতা ও শালীনতাই সবচেয়ে বড় শক্তি।

সামনে নির্বাচন, আদর্শ বাস্তবায়নের সময়

আসন্ন নির্বাচন হতে পারে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের সুযোগ। রাজনৈতিক দলগুলোর উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, কদর্য ভাষা ও পেশিশক্তির ব্যবহার পরিহার করা এবং শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।

প্রতিহিংসার রাজনীতি বন্ধ হলেই সমাজে শান্তি ফিরবে। তবেই প্রকৃত অর্থে শান্তি পাবে বেগম খালেদা জিয়ার আত্মা।

repoter