ঢাকা,  শুক্রবার
২ জানুয়ারী ২০২৬ , ০৯:০০ মিনিট

Donik Barta

খালেদা জিয়ার সম্মানে ঢাকার বিভিন্ন দূতাবাসে পতাকা অর্ধনমিত

repoter

প্রকাশিত: ০১:৩৬:১৬অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৬

আপডেট: ০১:৩৬:১৬অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৬

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

কূটনৈতিক মিশনগুলোর শোক প্রকাশ

বুধবার ঢাকায় অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হয়। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং এ শোকের মুহূর্তে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে, যা শুক্রবার পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে এ সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

দাফন সম্পন্ন

এর আগে গত ৩০ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন জানাজা শেষে তাঁকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

repoter