ছবি: জো বাইডেন এই সপ্তাহে ইউক্রেনকে রাশিয়ার এটিএসিএমএস ব্যবহারের অনুমতি দিয়েছেন | ছবি- নিউইয়র্ক টাইমস
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত হেনেছে ইউক্রেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পেয়ে এই আক্রমণ চালানো হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) রুশ আগ্রাসনের এই মাইলফলক দিনে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সামরিক স্থাপনায় হামলা চালায়।
রাশিয়া দাবি করেছে, ব্রায়ানস্ক অঞ্চলের সামরিক স্থাপনায় ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি ভূপাতিত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ লক্ষ্যস্থানে আঘাত করলেও দ্রুত আগুন নেভানো হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেন জানিয়েছে, তাদের সামরিক বাহিনী রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১১০ কিলোমিটার দূরে একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে। যদিও তারা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে সরাসরি কিছু বলেনি। তবে ইউক্রেনীয় একটি সরকারি সূত্র এবং একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার গোলাবারুদ সরবরাহস্থলে এই আক্রমণ চালানো হয়। বাইডেন প্রশাসন সম্প্রতি ইউক্রেনকে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এটিএসিএমএসের ব্যবহারের সমালোচনা করে বলেছেন, এটি পশ্চিমাদের সংঘাত বাড়ানোর ইঙ্গিত দেয়। রাশিয়া দাবি করেছে, এ ধরনের অস্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের পরিচালনাগত সহায়তা ছাড়া কার্যকর করা সম্ভব নয়, যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের সরাসরি অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করবে। এর ফলস্বরূপ রাশিয়া প্রতিশোধ নিতে বাধ্য হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দক্ষিণ ও কেন্দ্রীয় অঞ্চলে অন্তত আটটি স্থানে ইউক্রেনের ৪২টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৩২টি ব্রায়ানস্ক অঞ্চলে ধ্বংস হয়।
সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রের ব্যবহার কৌশলগতভাবে ইউক্রেনের দখলকৃত অংশ রক্ষায় সহায়ক হতে পারে এবং দর-কষাকষির একটি হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। তবে রাশিয়ার ব্যবহৃত হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পরিসীমা অনেকটাই কম। এটিএসিএমএসের পরিসীমা ৩০০ কিলোমিটার হলেও কিনঝাল ক্ষেপণাস্ত্রের পরিসীমা প্রায় ২ হাজার কিলোমিটার।
এই ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
repoter