
ছবি: ফাইল ছবি
মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রভাব এবার পড়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দামে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, ভ্যাট সমন্বয় করেই এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা। তারও আগে ডিসেম্বর মাসজুড়ে এই দাম অপরিবর্তিত ছিল। নতুন নির্ধারিত মূল্যে প্রতিটি সিলিন্ডারে ভোক্তাকে আরও ৪ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে।
এছাড়াও, বেসরকারি পর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৫৬ পয়সা, যা ভ্যাট বৃদ্ধির আগে ছিল ১২১ টাকা ১৯ পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা ৮১ পয়সা।
অটো গ্যাসের ক্ষেত্রেও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। নতুন নির্দেশনায় অটো গ্যাসের লিটার প্রতি দাম ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবং ভ্যাট সমন্বয়ের পর এই মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে ভোক্তারা এর প্রভাব সরাসরি তাদের দৈনন্দিন ব্যয়ে অনুভব করবেন বলে ধারণা করা হচ্ছে।
গ্যাসের এই মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই পরিবর্তনকে সঙ্গত মনে করলেও, অধিকাংশ ভোক্তা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ক্রমাগত মূল্যবৃদ্ধি জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
repoter