
ছবি: ছবি: সংগৃহীত
বগুড়া, ৬ ডিসেম্বর: আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বিগত ১৬ বছর ধরে ভারত বাংলাদেশকে শুষে নিয়েছে, আর সেই সুযোগ জনগণ আর দেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, "সম্পর্ক তিক্ততার হবে কি-না, তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।"
শুক্রবার সন্ধ্যায় বগুড়া সফরে এসে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সারজিস আলম। তিনি দাবি করেছেন, "বগুড়ায় আমি প্রথম এসেছি। এখানে নেমেই যা দেখেছি, তাতে মনে হয়েছে, ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র নামের কারণে বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। ১৬ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।"
সারজিস আরও বলেন, "ছাত্র আন্দোলনে রাজশাহী, রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাই বগুড়া নিয়ে আমার একটি বিশেষ আগ্রহ রয়েছে।"
ভারতীয় মিডিয়ার সাম্প্রতিক আচরণের বিষয়ে তিনি মন্তব্য করেন, "ভারতের কিছু ‘মেরুদণ্ডহীন’ মিডিয়া সাম্প্রদায়িক প্রোপাগাণ্ডা চালাচ্ছে, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি দেয়া হচ্ছে। এসব মিডিয়া নামধারী দাস, যারা তাদের স্ক্রিপ্ট পড়ছে। তাদের কোনো ব্যক্তিত্ব নেই, আর এগুলোকে মিডিয়া বলা যায় না। এসব নিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো মানে নেই।"
সারজিস আলম এই মন্তব্যগুলো বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টারে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিবারিক সফরে এসে করেছিলেন। তার সঙ্গে ছিলেন তার বাবা-মাও।
সারজিস আলমের এসব বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং ভবিষ্যতে সম্পর্কের টানাপোড়েনে ভারতকেই দায়ী করছেন। তিনি মনে করেন, ভারত যদি বাংলাদেশের প্রতি সদয় না হয়, তবে জনগণ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
repoter