
ছবি: ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার পটভূমিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের কোনো ধরনের সামরিক আগ্রাসন ঘটলে তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এবং পাকিস্তান সে জন্য প্রস্তুত।
২৫ এপ্রিল জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই সাক্ষাৎকারে জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত যে অবস্থান নিয়েছে, তাকে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, এই পরিস্থিতির ফলাফল হতে পারে একটি পূর্ণ মাত্রার সামরিক সংঘর্ষ।
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভারত যদি কোনো ধরনের আক্রমণ শুরু করে, তবে পাকিস্তান তার যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তাঁর ভাষায়, ‘‘যদি কোনো সর্বাত্মক আগ্রাসন বা যুদ্ধ হয়, তাহলে আমরা অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধের পথে যাব।’’
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে খাজা আসিফ বলেন, পারমাণবিক অস্ত্রধারী দুই রাষ্ট্রের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি সারা বিশ্বের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, এই সংকটকে খাটো করে দেখার সুযোগ নেই, কারণ এর ফলাফল হতে পারে অত্যন্ত ভয়াবহ ও বিস্তৃত পরিণতির জন্ম দেওয়া একটি সংঘর্ষ।
যদিও এই কঠোর ভাষার হুঁশিয়ারির মধ্যেও তিনি আশার কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রীর মতে, এখনো আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রয়েছে। তিনি বলেন, ‘‘যদিও পরিস্থিতি খুবই উত্তপ্ত, তবে আমরা এখনো বিশ্বাস করি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।’’
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও এলাকায় বন্দুকধারীদের চালানো এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। ভারত সরকার সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তান দাবি করেছে, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং ভারত রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করছে।
এই পরিস্থিতিকে ঘিরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘ দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে হুমকি আসার পর পাকিস্তানও তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও এক ধরনের অনিশ্চয়তা ও সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক মহলের মধ্যস্থতামূলক ভূমিকার ওপর। তবে খাজা আসিফের মন্তব্যে স্পষ্ট যে, পাকিস্তান সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য সামরিকভাবে প্রস্তুত এবং ভারতের আগ্রাসনের জবাবে পিছিয়ে থাকবে না।
repoter