ঢাকা,  রবিবার
২৭ এপ্রিল ২০২৫ , ১২:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ * ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫০০ জনের বেশি * যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ * গ্রাম ও শহরে সমানভাবে সহনীয় থাকবে লোডশেডিং: বিদ্যুৎ উপদেষ্টা * অন্যায় প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জামায়াত নেতা মুজিবুর রহমানের * ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে সর্বাত্মক যুদ্ধ হবে: হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর * মস্কোর গাড়ি বিস্ফোরণে রুশ জেনারেল নিহত, তদন্তে জোর * বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর ক্ষোভ প্রকাশ তামিমের * ‘ভারত চোখ রাঙালে অতীতের মতোই জবাব পাবে’ — পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান * তামিমদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করলেও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৩:০৩:১৭অপরাহ্ন , ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ০৩:০৩:১৭অপরাহ্ন , ২৪ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, দেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানির খরচ কমানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল ব্যবসায়ীরা অচিরেই পাবেন। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার এখন শুধু নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের দিকে গুরুত্ব দিচ্ছে। বৈচিত্র্যময় পণ্য উদ্ভাবনের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করার ওপরও জোর দেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে রপ্তানিকারক ও উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের ব্যবসা সহজীকরণে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতোমধ্যে ‘ন্যাশনাল সিঙ্গেল উইনডো’ চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসিফোরজে প্রকল্পের পরিচালক আবদুর রহিম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত এ দেশীয় প্রধান সুহাইল কাসিম, বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস, আল নোকবা গ্রুপের সিইও সুলতান এম আলবিশি এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ।

বিশ্বব্যাংকের প্রতিনিধি সুহাইল কাসিম বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণের পর আগের মতো বিদেশি সহায়তা আর থাকবে না। তাই এখন থেকেই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।

প্রদর্শনীতে চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, মেডিকেল প্রটেকটিভ প্রোডাক্ট (এমপিপিই), প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাতের ১২০টিরও বেশি দেশীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ নয়টি দেশের ২৫টি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন।

বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ বলেন, দেশের জিডিপির ৩০ শতাংশ আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানিতে অগ্রণী ভূমিকা পালন করলেও এখন সময় এসেছে প্লাস্টিকসহ অন্যান্য সম্ভাবনাময় শিল্পখাত নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার। তিনি জানান, বর্তমানে প্লাস্টিক শিল্পে ২০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, যা আরও ব্যাপক সম্ভাবনার ইঙ্গিত দেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এক হাজারের বেশি দেশীয় ক্রেতা। বিদেশি সোর্সিং এজেন্টরা অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প কারখানাও পরিদর্শন করবেন। এতে দেশের উৎপাদনশীল খাত এবং রপ্তানি ব্যবস্থার সক্ষমতা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

repoter