ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এলো

repoter

প্রকাশিত: ০৬:৪০:৩৩অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৪০:৩৩অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়।

বৈঠক শেষে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি, ভারত কীভাবে এই পরিস্থিতিকে দেখছে তাও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে।

মিশ্রি আরও জানান, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের কাছে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ভারতের প্রত্যাশার কথাও বলেছেন। তিনি উল্লেখ করেন যে, ভারত চায় বাংলাদেশ একটি স্থিতিশীল ও গঠনমূলক পথে এগিয়ে যাক, তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে। প্রধানমন্ত্রী মোদি সেই উদ্বেগের কথা ট্রাম্পের কাছে ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করা হলে এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কী ভাবছেন, বিশেষ করে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ‘ডিপ স্টেট’ বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরেই এই বিষয়ে কাজ করছেন এবং বাস্তবিক অর্থে এই ইস্যুটি শত শত বছর ধরে আলোচনায় রয়েছে। তবে ট্রাম্প বলেন, তিনি বাংলাদেশ প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছেন। তবে মোদি এই বিষয়ে সংবাদ সম্মেলনে আর কোনো ব্যাখ্যা দেননি।

repoter