ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

তিন মাসে তিন দেশ সফরে ড. ইউনূস

repoter

প্রকাশিত: ১২:৫৬:৫৭পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৬:৫৭পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী মার্চ, এপ্রিল ও মে মাসে চীন, থাইল্যান্ড এবং জাপান সফর করবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।

২৬ মার্চ চীন সফর শুরু, বৈঠক শি জিনপিংয়ের সঙ্গে

স্বাধীনতা দিবস উদযাপনের পর ২৬ মার্চ চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে ড. ইউনূসের। তিনি ২৫-২৮ মার্চ হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এরপর ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ড. ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের ভিত্তিতে এ সফরের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

এপ্রিল মাসে থাইল্যান্ড সফরের সময় ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ড. ইউনূস। বিমসটেকের বর্তমান চেয়ার থাইল্যান্ড বাংলাদেশকে আগামী ৪ এপ্রিল থেকে দায়িত্ব হস্তান্তর করবে।

শীর্ষ সম্মেলনের পাশাপাশি ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে ড. ইউনূসের। এ বৈঠকে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

জাপানে নিক্কেই সম্মেলন ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

ফেব্রুয়ারিতে জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। তিনি ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী হওয়ায় জাপান সরকার তাঁর অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এছাড়া, ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষ এ বৈঠকের জন্য কাজ করছে। পাশাপাশি, ওসাকা এক্সপো ২০২৫-এ অংশগ্রহণের জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরের গুরুত্ব ও সম্ভাবনা

এই তিন মাসের সফরে ড. ইউনূস কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়নমূলক নানা বিষয়ে আলোচনা করবেন। কূটনৈতিক মহলে এই সফরকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

repoter