ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

স্বাধীনভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

repoter

প্রকাশিত: ০৩:০৯:০৭অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:০৯:০৭অপরাহ্ন , ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে বলেছেন, বর্তমান সরকারের আমলে কোনো ধরনের রক্তচক্ষু বা ধমকের কারণে কাজ করার প্রয়োজন নেই। তিনি জেলা প্রশাসকদের নিজ নিজ জেলায় সৃজনশীল কাজের মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে হবে। কারো ধমক শোনার প্রয়োজন নেই, বরং দেশের কল্যাণে আইন মেনে দায়িত্ব পালন করাই মুখ্য। তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তগুলো যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং তা মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "আমরা আইন প্রণয়ন করে দিলেও অনেক ক্ষেত্রে তা গ্রামের মানুষের কাছে পৌঁছায় না। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে থাকি। এই দূরত্ব যেন না থাকে, সে বিষয়ে সবাইকে দৃষ্টি দিতে হবে।"

প্রধান উপদেষ্টা প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমরা যেন এমন একটি রাষ্ট্র গড়ে তুলি, যেখানে মানুষ প্রশাসনের কাছে প্রতিনিয়ত হয়রানির শিকার না হয়। সরকার মানেই হয়রানি, এই ধারণা দূর করতে হবে। সরকার আসলে জনগণের অধিকার নিশ্চিত করার জন্যই কাজ করে, এটিই প্রতিষ্ঠিত হওয়া দরকার।"

এছাড়া, জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, "নিজ নিজ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনাদের সজাগ থাকতে হবে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণেও জেলা প্রশাসকদের তৎপর থাকতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনগণের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।"

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেশের বিভিন্ন জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক বিষয়ে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের সমস্যা সম্পর্কে অবগত হন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এই সম্মেলনে জেলা প্রশাসকরা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। তারা নিজেদের জেলায় প্রশাসনিক কার্যক্রমে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন, তা উত্থাপন করতে পারবেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

repoter