ছবি: ফাইল ছবি
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
সকালে দেশের সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে তাঁদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। এ আয়োজনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ বছর পর এ আয়োজনে অংশগ্রহণ করবেন।
ঢাকা ছাড়াও অন্যান্য সেনানিবাস, নৌ ঘাঁটি, ও বিমান ঘাঁটিতে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ খুলনা, চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর ও ঢাকায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বুধবার রাতে বাংলাদেশ টেলিভিশনে ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এছাড়া আজ বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান প্রচার করবে। জাতীয় দৈনিকগুলোতে দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর বীরত্বগাথা ও গৌরবময় ইতিহাস আরও একবার উদযাপিত হলো।
repoter