
ছবি: ছবি: সংগৃহীত
সর্বোত্তমের সন্ধান করতে গিয়ে উত্তমকে হারানোর বিপদ সম্পর্কে সতর্ক করেছেন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত “ঐক্য কোন পথে” শীর্ষক জাতীয় সংলাপের প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন। এই দুই দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারমুখী মানুষকে আইনশৃঙ্খলা, খাদ্য নিরাপত্তা বা চাকরির নিশ্চয়তা না দিয়ে তাদের ভুল পথে পরিচালিত করা যাবে না। সর্বোচ্চ উন্নতির জন্য চেষ্টা করতে গিয়ে বর্তমান সমস্যাগুলোর প্রতি দৃষ্টি দেওয়া জরুরি। এগুলো উপেক্ষা করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ, আদিবাসী, দলিত সম্প্রদায়, নারী-পুরুষের বিভেদ, ধর্মীয় ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ মানুষদের বাঁচার অধিকার, কথা বলার স্বাধীনতা, সমাবেশ করার সুযোগ এবং জীবিকা নির্বাহের নিশ্চয়তা অর্জন করতে হবে। একমত হতে হবে এমন একটি ন্যূনতম ভিত্তির ওপর, যা ঐক্যের বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন।
দেবপ্রিয় ভট্টাচার্য উল্লেখ করেন, কাঠামোগত প্রশাসনিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তবে সমাজের ভিত্তি নিয়ে যথেষ্ট আলাপ করা হচ্ছে না। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষকের ফসলের সঠিক মূল্য, মধ্যবিত্ত শ্রেণির ক্রয়ক্ষমতা বা যুবসমাজের কর্মসংস্থান নিয়ে আলোচনার ঘাটতি রয়েছে। তিনি মনে করিয়ে দেন, সংস্কার তখনই কার্যকর হবে, যখন দেশের ভেতরকার ভিত্তি দৃঢ় হবে।
তিনি আরও বলেন, আসল ক্ষমতায়ন হলো মানুষের রুটি-রুজির ক্ষমতায়ন। অথচ এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা চলছে, কিন্তু সাধারণ মানুষের জন্য এ ধরনের কোনো উদ্যোগ নিয়ে কথা শোনা যায় না। শিক্ষিত যুবসমাজের জন্য কোনো ভাতার ব্যবস্থা করা হবে কি না, তাও অজানা।
শ্বেতপত্র প্রণয়ন নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সময়মতো এটি তৈরি করতে পারায় তিনি গর্বিত। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া লুণ্ঠনের ভয়াবহ মাত্রা পরিবর্তন করা জরুরি।
জাতীয় সংলাপের প্রথম দিনে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দেবপ্রিয় ভট্টাচার্য, যা দেশে সংস্কার ও ঐক্যের জন্য নতুন দৃষ্টিভঙ্গি প্রস্তাব করেছে।
repoter