
ছবি: ছবি: সংগৃহীত
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছেন। তবে তারা এখনো কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান। তবে রাত ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্য।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাখালী আমতলী মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মহাখালী থেকে গুলশান যাওয়ার পথ এখনো বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তারা গত বৃহস্পতিবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সড়ক অবরোধ কর্মসূচিও পালন করছেন। তবে আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কথা বিবেচনা করে অবরোধ কর্মসূচি শিথিল করা হয়েছে।
এর আগে, সন্ধ্যা ৬টায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে নতুন করে মহাসড়ক অবরোধ শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং পাশাপাশি সাংবাদিকতা ও আইন বিভাগ চালু করতে হবে। বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন ধরে তারা রাস্তা অবরোধ ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রথম দিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত কলেজের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করা হয়। এরপর শুক্রবার ও শনিবারও আন্দোলন অব্যাহত ছিল।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
repoter